তামিমকে জাতীয় দলে ফিরতে হলে যা করতে হবে

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের পদচারণা সবশেষ পড়েছে গেল বছর বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজে। এরপর থেকে নানা কারণে আর দলে ফেরা হয়নি তার। চোট কাটিয়ে তিনি এখন ফিট।

তাই তার দলে ফেরার আলোচনাও শুরু হয়ে গেছে। কিন্তু এবার একটা শর্ত জুড়ে দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তিনি জানিয়েছেন তামিমকে জাতীয় দলে ফিরতে হলে প্রক্রিয়া মেনেই ফিরতে হবে। 

বিজ্ঞাপন

কী সে প্রক্রিয়া? পারফর্ম করতে হবে, এবং ফিটনেস টেস্টে উতরে যেতে হবে। হান্নান আজ মিরপুরে সংবাদ মাধ্যমকে জানান এ কথা। তিনি বলেন, ‘তামিমকে নিশ্চয়ই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংগ্রহণ করে। তামিমের কল আছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল আছে।’

তামিম আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরতে চাইছেন। আগামী ১১ ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। এরপর আগামী ২৩ ডিসেম্বর হবে ফাইনাল। 

বিজ্ঞাপন

সে টুর্নামেন্টে তামিমের খেলা সম্পর্কে হান্নান বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব।’