গত ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মেয়াদ। যদিও বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন তিনি শুধু টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন। বাকি দুই ফরম্যাটে তিনিই অধিনায়ক বাংলাদেশের। তবে শিগগিরই অধিনায়কের বিষয়ে আলোচনায় বসবে বিসিবি, জানিয়েছেন ফারুক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে বোর্ড শিগগিরই আলোচনা করবে। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে নাজমুল হোসেন শান্তর সব ফরম্যাটের অধিনায়কত্বের মেয়াদ।
তিনি বলেন, ‘তিনি [শান্ত] এখনও আমাদের অধিনায়ক কারণ আমরা এখনো নতুন কাউকে ঘোষণা করিনি। তিনি সম্প্রতি চোট থেকে ফিরেছেন। তবে বোর্ড অধিনায়কত্বের বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করবে।’
২০২৩ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই শান্তর ফর্ম ও নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। এমনকি তিনি নিজেও বোর্ড কর্মকর্তাদের কাছে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
অক্টোবরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের আগে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয় যে শান্ত তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে আর থাকতে নাও পারেন। তবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের পর চট্টগ্রামে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে সেই ইস্যু আপাতত মীমাংসিত হয়।
শান্ত এরপর চোটে পড়লে তার অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজ টেস্ট এবং ওয়ানডে দলকে নেতৃত্ব দেন। সেই সময় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরে যায়। অন্যদিকে, লিটন দাস টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে ৩-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় এনে দেন।
শান্তর অধিনায়কত্বে বাংলাদেশ ১০ টেস্টের মধ্যে তিনটি, ১১ ওয়ানডের মধ্যে চারটি এবং ২৪ টি-টোয়েন্টির মধ্যে ১০টিতে জয়লাভ করে। তার নেতৃত্বেই বাংলাদেশ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয়।
তবে ২০২৪ সালে শান্তর ব্যাটিং ফর্ম ছিল হতাশাজনক। টেস্টে ২১.১৩ এবং টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে রান করেন, যা তার ক্যারিয়ার গড়ের তুলনায় অনেক কম। তবে ওয়ানডেতে তার গড় ছিল বেশ ভালো—৭১.৫০।
বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক মিশন ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই টুর্নামেন্টের পর টাইগাররা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।