প্রকৃত জনদরদি!
নড়াইল: নড়াইল পৌরসভার ভাটিয়া ও বরাশুলা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরে প্রকৃত গরিব-অসহায়-দুস্থদের তালিকা তৈরি করে নিজ উদ্যোগে চাল দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম খান টুনু।
সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তার নিজ বাড়িতে ভাটিয়া ও বরাশুলা গ্রামের ৭৬ জন নারী-পুরুষের মাঝে বিনা মূল্যে জন প্রতি ২০ কেজি করে চাল বিতরণ করেন।
জানা গেছে, সম্প্রতি পৌরসভা থেকে দুস্থ-অসহায়দের মাঝে বিনামূল্যে চাল দেওয়া হয়। সরকারি ভাবে বরাদ্দ কম থাকায় ওই এলাকার অনেক গরিব অসহায় মানুষকে সেই চাল দিতে না পারায় পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম নিজে ব্যক্তিগত উদ্যোগে চাল ক্রয় করে এলাকার অসহায়দের তা মাঝে বিতরণ করেন।
কাউন্সিলর রবিউল ইসলাম খান টুনু বলেন,‘সমাজের প্রতিটা ধনাঢ্য ব্যক্তির সম্পদের ওপর গরীব দুঃখীর হক রয়েছে। প্রতিটি বৃত্তবান ব্যক্তি যদি আমাদের আশপাশের অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আর তাদের কোনো সমস্যা থাকে না।’
তিনি আরও বলেন,‘সরকারিভাবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় নিজ উদ্যোগে বাজার থেকে চাল ক্রয় করে গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করেছি।’