রাতারগুলে গুলিতে বনবিভাগের অফিসারসহ আহত ৩
সিলেট: রাতারগুল সোয়াম ফরেস্ট বনবিভাগের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে রাতারগুল বনবিভাগের রেঞ্জ অফিসার সাদ উদ্দিনও রয়েছেন।
বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাতারগুল বন বিভাগের বিট অফিসার প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, পূর্ব মহিষখেড় মৌজায় বাগান করতে গিয়েছিলেন বনবিভাগের কর্মীরা। তখন দখলদার বাহিনী বনবিভাগের কর্মীদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বন বিভাগের কর্মীরা ৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে কেউ কেউ আহত হতে পারেন।
তিনি আরও জানান, গ্রামবাসীর হামলায় রেঞ্জ অফিসার সাদ উদ্দিন গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতারগুল গ্রামের বাসিন্দা সোনা মিয়া জানান, তিনি দুইজন গ্রামবাসীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, তিনি নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।