পোর্টসিটি ইউনিভার্সিটির সমাবর্তন
মানবিক শিক্ষা অর্জনের তাগিদ দিলেন শিক্ষা উপমন্ত্রী
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মহাসড়কে; বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করেছে। ক্ষুদ্র ভৌগলিক দেশকে পৃথিবীর নজরে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জ্ঞাননির্ভর অর্থনীতির মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ার সংগ্রাম করে যাচ্ছেন।
রোববার (৩১ মার্চ) দুপুরে চট্টগ্রামের পোর্টসিটি ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপমন্ত্রী বলেন, উচ্চ শিক্ষা অর্জনের পর যে কোনো কর্মকে ছোট করে দেখবে না। কাজের সাথে জ্ঞানের সংযোগ হলে সফলতা সম্ভব। সকল কাজকে মহৎ মনে করতে হবে। ব্যবহারিক জ্ঞান লাভ করতে হবে। কর্মমুখী শিক্ষা অর্জন করতে হবে। মানবিক শিক্ষা অর্জন করতে হবে।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, জ্ঞাননির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের দিনে জ্ঞান ছাড়া এক পাও সামনে যাওয়া যাবে না। সুতরাং জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যন এনামুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আনোয়ার। সমার্বতন বক্তা ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।