বহুতল ভবনের বাইরের সানসেট থেকে কিশোরী উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারের পর ওই কিশোরীকে থানায় নিয়ে আনা হয়, ছবি: বার্তা২৪.কম

উদ্ধারের পর ওই কিশোরীকে থানায় নিয়ে আনা হয়, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামে একটি বহুতল ভবনের বাইরের সানসেট থেকে ১১ বছরের এক কাজের মেয়েকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কাজির দিউরি কাঁচা বাজার সংলগ্ন সানমার টাওয়ারের সানসেট থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

জানা গেছে, কবিতা রাণী দাশ নামের ওই কাজের মেয়েকে সিডিএর প্রকৌশলী বিকিরণ বড়ুয়া চারদিন ধরে বাসায় আটকে রেখে নির্যাতন করায় সে ৬ তলা বাসা থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু বেলকনি দিয়ে ৬ তলা থেকে পাইপ বেয়ে ৪ তলায় এসে সানসেডে আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে বিকিরণ বড়ুয়া বার্তা২৪.কম-কে বলেন, 'কবিতাকে বাসায় কাজ করার জন্য ৫/৬ দিন আগে চকরিয়া থেকে এনে দিয়েছিলেন রুপনা বড়ুয়া নামের এক কাজের বুয়া। আনার পর থেকে সে পালিয়ে যেতে চাইছে। বাসায় থাকতে চাইছে না। মঙ্গলবার বিকেলে বাসার বেলকনি দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল।' এ সময় ওই কিশোরীর ওপর নির্যাতনের কথা তিনি অস্বীকার করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বার্তা২৪.কম-কে বলেন, 'মেয়েটির মাকে থানায় আসার জন্য খবর পাঠানো হয়েছে। মেয়েটির মা থানায় আসলে মামলার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।'