ছিনতাইয়ের শিকার চবির ৫০ শিক্ষার্থী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আহত চবি শিক্ষার্থী, ছবি: সংগৃহীত

আহত চবি শিক্ষার্থী, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস সংলগ্ন চালন্দা গিরিপথে ঘুরতে গিয়ে ৫০ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় আনোয়ার হোসেন নামে এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে চালন্দা গিরিপথ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা বন্ধুরা মিলে গিরিপথে ঢোকার মুখে ১৫ জনের মতো সন্ত্রাসী দুই রাউন্ড গুলি ছোড়ে। সন্ত্রাসীদের হাতে রামদা ও বন্দুক ছিল। তারা আমাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যাগ নিয়ে যায়। কারও সাথে যোগাযোগ করতে না পেরে আমরা চলে আসি।’

বিজ্ঞাপন

picture barta24

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের পাশে রয়েছে পাহাড়ি ঝরনা। ঝরনাটি ছড়ার পানি হিসেবে শিক্ষার্থীদের কাছে পরিচিত। ছড়ার পানি দিয়ে ঘণ্টাব্যাপী হেঁটে গেলে দক্ষিণে দেখা মিলে চালন্দা গিরিপথের। প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে দল বেধে শিক্ষার্থী সেখানে ঘুরতে যান। ফলে প্রায় সময় সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ দাবি করেন এটি বিশ্ববিদ্যালয়ের বাহিরে অবস্থিত। গত ২ ফেব্রুয়ারিও ঘুরতে গিয়ে ৩০ জনের একটি শিক্ষার্থী দল ছিনতাইয়ের শিকার হয়েছিলেন।