আলোকচিত্রী শহিদুল আলম ৭ দিনের রিমান্ড
ঢাকা: রাজধানীর রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের (পরিদর্শক) আরমান আলী।
অপর দিকে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আবেদনের প্ররিপ্রেক্ষিতে জামিন নামঞ্জুর ও রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। তিনি বলেন, গতকাল (রোববার) ধানমন্ডির ৯/এ সড়কের বাসার চারতলা থেকে শহিদুলকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয়ে একদল লোক।
ওই ঘটনায় রমনা থানার তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। বিকেলে ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।