নিরাপদ সড়ক আন্দোলনে হামলায় ইইউ-এর উদ্বেগ



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ক্লাস বর্জন করে রাস্তায় নামে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ( ইইউ) রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার ( ৭ আগস্ট) সকালে ঢাকাস্থ ইইউ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তীতে এসব জানানো হয়।

গত বৃহস্পতিবার পর্যন্ত সেই আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও শুক্রবার থেকে হামলার শিকার হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও সাংবাদিকরা।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপদ সড়ক ও শ্রেয়তর যানবাহনের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের সব মানুষকে এক কাতারে আনাসহ সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য।

‘সাড়ে ৫ লাখ তরুণের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে বিডা’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
জাতীয় সংসদ, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ৫ লাখ ৩৭ হাজার ৩৫৬ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে বলে জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বাজেটে অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ৪ হাজার ৭১১টি (স্থানীয় ৪ হাজার ১৩০টি এবং বৈদেশিক ৫৮১টি) শিল্প প্রকল্পের নিবন্ধন প্রদান করেছে। এর বিপরীতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৮ লাখ ৩০ হাজার ৫৩৭ দশমিক ৮৫ মিলিয়ন টাকা। যেখানে ওই কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

একই প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক জানান, বিডা বেসরকারি খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উন্নত সেবা প্রদান, কার্যকর সমন্বয় সাধন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করছে। বিডা থেকে দেশি-বিদেশি শিল্প প্রকল্পের নিবন্ধন প্রদান করা হয়ে থাকে।

সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী মোজাম্মেল হক জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে জুলাই ২০২৩ থেকে ২০২৪ সালের ২২ জুন পর্যন্ত বিডা ওএসএসের (ওয়ান স্টপ সার্ভিস) মাধ্যমে মোট এক হাজার ৮৭টি শিল্প প্রকল্প নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬১টি স্থানীয়, ৬০টি যৌথ উদ্যোগে এবং ৬৬টি বিদেশি শিল্প প্রকল্প রয়েছে। তিনি জানান, এসব নিবন্ধিত শিল্প প্রকল্পের বিপরীতে ওই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে ৮ লাখ ৫৬ হাজার ৫০২ মিলিয়ন টাকা। এর মধ্যে স্থানীয় ৭ লাখ ৫৬ হাজার ৪১ মিলিয়ন টাকা এবং বৈদেশিক ১ লাখ ৪৬১ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

;

সুনামগঞ্জে বাড়ছে পানি, ফের বন্যা আতঙ্কে স্থানীয়রা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
সুরমা নদীতে বাড়ছে পানি

সুরমা নদীতে বাড়ছে পানি

  • Font increase
  • Font Decrease

সুনামগঞ্জে ঈদের দিন সৃষ্টি হওয়া বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। এর মধ্যে আওহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের ২৪ ঘণ্টার মধ্যেই বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। এতে ফের বন্যা আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ ওয়াটার রিডিং অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে ৭.৩১ সমতলে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে। সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ৩৫ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ১৮৬ মিলিমিটার।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করবে। বন্যা হতেও পারে, তবে ততটা বড় বন্যা হবে না।

এর আগে, গত ১৬ জুন ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয় সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। পরের দিন কোরবানি ঈদের সকালে প্লাবিত হয় সুনামগঞ্জের ১১টি উপজেলা। সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। জেলা প্রশাসনের হিসাব মতে এক হাজারের অধিক গ্রামের ৮ লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিলেন। সেই বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। জেলার ১১টি উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল এখনো রয়েছে জলমগ্ন অবস্থায়।

;

চট্টগ্রামে দেয়াল ধসে আহত ১



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
বায়েজিদ বোস্তামি থানা এলাকায় দেয়াল ধস

বায়েজিদ বোস্তামি থানা এলাকায় দেয়াল ধস

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় দেয়াল ধসে এক নারী আহত হয়েছেন। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৩০ জুন) সকাল সোয়া আটটার দিকে কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম জেসমিন আক্তার। তিনি একই এলাকার খলিল মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, রোববার সকাল সোয়া আটটার দিকে চন্দ্রনগর কলাবাগান এলাকায় দেয়াল ধসে এক নারী পায়ে আঘাত পেয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

জানা গেছে, পাহাড়ে টিনের ঘের দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছিল। সেখানকার মাটি ভঙ্গুর হওয়ায় ভবনের দেয়াল ধসে পড়ে। সেসময় স্থানীয় জেসমিন নামে এক নারী আহত হয়েছেন।

এদিকে একই থানার রউফাবাদ এলাকার মিয়া পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থানকারীদের সরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মো. মোবারক আলী।

রোববার ভোররাত থেকে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত নগরে ৫৮ দশমিক ৬ মিলিমিটার এবং রোববার (৩০ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত ছিল। আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে। তবে যেহেতু এখনো তিন নম্বর সিগন্যাল আছে তাই ভারী বৃষ্টি হলেই এ সময় কোথাও কোথাও পাহাড় ধসেরও ঝুঁকি রয়েছে।

এর আগে, গত ২৭ মে বায়েজিদের ওই এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয় সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবকের।

;

প্রতি উপজেলায় কেন্দ্রীয় কবরস্থান নির্মাণ করা হবে: তাজুল ইসলাম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

  • Font increase
  • Font Decrease

দেশের প্রতিটি উপজেয়ায় কেন্দ্রীয়ভাবে বড় পরিসরে সরকারি কবরস্থান নির্মাণের প্রকল্প গ্রহণ করা হবে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বাজেটের অধিবেশনে লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের করা প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নিরাপদ পানি সরবরাহ নিয়ে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানি সরবরাহের আওতায় আছে। অবশিষ্ট জনগণ দূরবর্তী স্থান হতে নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণ করেন। টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রার (এসডিজি) অভীষ্ট-৬ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গ্রামাঞ্চলে ৮ লাখ ৪৬ হাজার ৩০৯টি পানির উৎস স্থাপন, ২ লাখ ৩০ হাজার ৩৮টি রেইন ওয়াটার হারভেষ্টর (পানি দিয়ে সেচ) স্থাপন, ৫৬০টি রুরাল পাইপড ওয়াটার স্কিম নির্মান ও ১৫ হাজার ১৯৯টি মিনি/কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট স্থাপন। এছাড়া শহরাঞ্চলে গৃহীত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে ৩৯টি পানি শোধনাগার নির্মাণ, ৮০৯টি উৎপাদক নলকূপ স্থাপন ও ২ হাজার ৭৪২ কিলোমিটার পাইপ লাইন স্থাপন।

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অধীন এলজিইডি’র আওতায় দেশব্যাপি পল্লী ও নগর অঞ্চলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ৪ হাজার ৭৮০ কিলোমিটার সড়ক উন্নয়ন, ১৪ হাজার ৪০০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ, ২১ হাজার মিটার ব্রিজ/কালভার্ট নির্মাণ, ১৯ হাজার মিটার ব্রিজ/কালভার্ট রক্ষণাবেক্ষণ, ৯০টি গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন, ৫০টি সাইক্লোন শেল্টার নির্মাণ, ২৫টি উপজেলা কমপ্লেক্স ভবন, ৪০০ কিলোমিটার খাল খনন/পুনঃখনন, ৫০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া নগর অঞ্চলে ৫০৭ কিলোমিটার সড়ক/ফুটপাত নির্মাণ, ১৮০ কিলোমিটার ড্রেন নির্মাণ, ৩৫টি ট্যাট্রিণ নির্মাণ, ২টি বাস/ট্রাক টার্মিনাল নির্মাণ, ৩৫ কিলোমিটার সড়ক মেরামত ও ৪ হাজার ৩৫০টি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।

;