ফেনীতে ৩৯ হাজার ইয়াবা পিসসহ আটক ৬

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

ঢাকা: ফেনীর সদর উপজেলা থেকে ৩৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭।

বিজ্ঞাপন

আটকরা হলেন, খলিলুর রহমান (৫৭), মো. রফিক (৪৬), মো. করিম (২৭), মো. জাকির হোসেন মহসিন (৪৮), মো. পারভেজ উদ্দিন (৩০),মোছা.মর্জিনা বেগম (৪৫)।

বুধবার (৮ আগস্ট) র‍্যাব সদর দফপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং উপ-পরিচালকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপান সংবাদের ভিত্তিতে কক্সবাজার হতে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসকে আটক করে র‍্যাব-৭ এর একটি টিম। পরে র‍্যাব-৭ এর দলটি বাসের যাত্রী ও গাড়িতে তল্লাশী করতে থাকে। গাড়ি তল্লাশির এক পর্যায়ে গাড়িতে থাকা ৬ জন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে উপস্থিত যাত্রীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৬,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিক গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে, বাসটির ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় আরও ৩২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৩৯ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসটিকেও জব্ধ করা হয়।

পরে উদ্ধারকৃত মালামাল ও আটকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্থান্তর করা হয়েছে।