খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল- ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। দুপুরে পুকুর পাড়ের বালুর স্তূপে খেলতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়।

স্বজনদের ধারণা, একশিশু পানিতে পড়ে গেলে অপর দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় তারাও পানিতে ডুবে যায়। পরে এ ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়।

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া জানান, এমন মৃত্যুর ঘটনা মর্মান্তিক। তিন শিশুর পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।