মহাসড়কে র্যাবের বিশেষ চেকপোস্ট
ঢাকা: নির্বিঘ্নে যান চলাচল ও সকল প্রকার দুর্ঘটনা রোধকল্পে মহাসড়কে র্যাব বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট ও তল্লাশি পরিচালনা করছে।
সোমবার (১৩ আগস্ট) থেকে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রম পরবর্তী ১৪ দিন থাকবে। এদিকে র্যাব সদরদফতর থেকে জানা যায়, সারাদেশে প্রায় অর্ধশতাধিক এই নিরাপত্তামূলক চেকপোস্ট ও তল্লাশি পরিচালনা করছে র্যাব।
শুক্রবার (২৪ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উত্তরবঙ্গ টু ঢাকা, একাধিক জায়গায় চেকপোস্ট বসিয়েছে র্যাব। সরেজমিনে দেখা যায়, এসকল চেকপোস্টে চালকের লাইসেন্স, গাড়ির লাইসেন্স এবং রুট পারমিট পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। র্যাবের পাশাপাশি পুলিশ ও সার্জেন্ট রয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র ছাড়া কোন চালককে পাওয়া গেলেই তাৎক্ষণিকভাবে মামলা দেওয়া হচ্ছে ।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বার্তা২৪.কমকে বলেন, ঈদে মানুষের যাওয়া আসা নিরাপদ রাখতে আমাদের এই বিশেষ চেকপোস্ট। কোনো গাড়ি নির্দিষ্ট গতিসীমার বাইরে চলছে কিনা, চালকের কাগজপত্র ঠিক আছে কিনা, এই সব বিষয়ে আমরা নজর রাখছি।