‘শাকিব খানের সময়জ্ঞান দেখে সত্যিই বিস্মিত হয়েছি’

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

শাহেনশাহ, শামিম আহমেদ রনী পরিচালিত নতুন চলচ্চিত্র।

এর মাধ্যমেই দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন নুসরাত ফারিয়া।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/07/1536303470185.jpg
নুসরাত ফারিয়া

তাও আবার শাকিব খানের বিপরীতে!

বিজ্ঞাপন

বাংলার এই সুপারস্টারের সঙ্গে এবারই প্রথম কাজ নুসরাতের।

শোনা যাচ্ছে-

বিজ্ঞাপন

শাহেনশাহ চলচ্চিত্রের দুটি গানের শুটিং হয়েছে এরইমধ্যে, ব্যংককে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/07/1536303624543.jpg

পটাকার শিল্পী সেই অভিজ্ঞতা শেয়ার করলেন সবার সামনে।

রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে।

মহরত ছিলো সেখানে, শাপলা মিডিয়ার নতুন এই চলচ্চিত্রের।

ফারিয়া শোনালেন-

কল টাইম দেয়া হয়েছে সকাল সাড়ে সাতটায়। আমি প্রায় রেডি। এইসময় মেকআপ আর্টিস্ট এসে বললেন- আপা কই, এখনও রেডি হননি! ওদিকে তো শাকিব ভাই শট দেওয়ার জন্য রেডি!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/07/1536303674610.jpg

শাকিবের মতোই দুই বাংলায় নিজেকে চিনিয়ে দেয়া এই অভিনেত্রী তো অবাক।

তার ধারণা ছিলো-

কল টাইম সাড়ে সাতটায় থাকলেও নায়কেরা একটু ধীরে সুস্থে আসবেন। বা, একটু লেইট হতেই পারে। কিন্তু শাকিব খানের সময়জ্ঞান দেখে সত্যিই বিস্মিত হয়েছি। তিনি যে অনেক পাঙ্কচুয়াল, তার আরও অনেক প্রমাণ পেয়েছি কাজ করতে গিয়ে।

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহেনশাহসংশ্লিষ্ট প্রায় সকলেই।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/07/1536303761064.jpg

ফারিয়া সেখানে শোনালেন তার দীর্ঘদিন চুপচাপ থাকার কারণ।

তার ভাষ্য-

আমি আসলে কিছু ভেবে পাচ্ছিলাম না, আবারও কিছু একটা করবো, আবারও ঝামেলা লেগে যাবে। তাই চুপচাপ ছিলাম। আমার হাতে বেশকিছু চিত্রনাট্য এসেছিলো, কিন্তু কিছু করতে পারছিলাম না। বাট, থ্যাংক গড। যার কেউ নেই, তার আল্লাহ আছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/07/1536303802891.jpg

ফারিয়া এও বলছেন-

শাহেনশাহ চলচ্চিত্রে ফারিয়ার পাশাপাশি দেখা যাবে নতুন এক মুখ।

নাম, রোদেলা জান্নাত।

মহরত অনুষ্ঠানটি এখানে দেখুন-

আরও পড়ুনঃ

নন্দিতার ‘মান্তো’ এ মাসেই

সালমান শাহ’র মৃত্যুদিনে..

সালমানের নায়িকারা যা বলছেন..

ওয়েলকাম ব্যাক প্রসূন