Barta24

বুধবার, ১৭ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬

English Version

‘আপনারা জোসনাকে এভাবে বরণ করে নেবেন, সত্যি ভাবিনি’

‘আপনারা জোসনাকে এভাবে বরণ করে নেবেন, সত্যি ভাবিনি’
অঞ্জু ঘোষ
স্টাফ করেসপন্ডেন্ট


  • Font increase
  • Font Decrease

অঞ্জু ঘোষ, বেদের মেয়ে ‘জোসনা’।

অসংখ্য ছবিতে অভিনয় করলেও তার ‘জোসনা’ চরিত্রটি এখনও সবাইকে একই রকম মুগ্ধ করে।

২২ বছর পর ঢাকায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল ছবির এই নায়িকা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536503122421.jpg

আজ (৯ সেপ্টেম্বর) বিকেলে অঞ্জু ঘোষকে ঘিরে এফডিসিতে একটি অনুষ্ঠান আয়োজিত হয়।

উদ্যোগ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির।

এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী সমিতির সর্বোচ্চ সম্মাননা, আজীবন সদস্যপদ দেয়া হয় তাকে।

সম্মাননার ঘোষণা দেন সমিতির সভাপতি মিশা সওদাগর।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536503154968.jpg

বক্তব্যে তিনি বললেন-

শিল্পী যেখানেই থাকুক, তিনি আমাদেরই। এই গ্লোবালাইজেশনের যুগে আমি সেটাই বিশ্বাস করি। অঞ্জুদি গত ২২ বছর আমাদের চোখের সামনে না থাকলেও মনের মধ্যে ঠিকই ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ, ‘বেদের মেয়ে জোসনা’কে বাদ দিয়ে তো এই ইন্ডাস্ট্রি আমরা কল্পনাও করতে পারি না। তো, দিদি ঢাকায় আসার পর থেকেই ভাবছিলাম তাকে কেমন করে সম্মান জানাই। প্রথমে ভাবলাম বড়সড় অনুষ্ঠান করি। পরে ভাবলাম ওনাকে সমিতির পূর্ণ সদস্যপদ দেই। কাল সারা রাত এটা নিয়ে ছটফট করছিলাম। ঠিক মন ভরছিলো না। পরে সবাই মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, আমরা ওনাকে সর্বোচ্চ সম্মাননাটাই দিতে চাই। আজ সেটি দিতে পেরে আমরা আনন্দিত।

২২ বছর পর নায়িকার সঙ্গে ফের মিলন

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেদের মেয়ে জোসনা’র নায়ক ইলিয়াস কাঞ্চন।

নায়িকা অঞ্জু ঘোষ যেহেতু দীর্ঘদিন ধরে কলকাতায়, দেখা হয়নি তাই নায়কের সঙ্গেও।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536503191286.jpg

চলচ্চিত্র সমিতির এমন আয়োজনের সুবাদে ফের দেখা হয়ে গেলো তাদের।

হয়তো কাজ করাও হয়ে যেতে পারে নতুন কোনো ছবিতে, একসঙ্গেই।

এমন আভাসও পাওয়া গেছে বক্তাদের আলোচনায়।

ইলিয়াস কাঞ্চন বললেন-

দীর্ঘ ২২ বছর পর আমার নায়িকার সঙ্গে মিলন ঘটানোর জন্য শিল্পী সমিতিকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা। শিল্পী সমিতির আজকের উদ্যোগে এক আশার সঞ্চার হয়েছে। আশা করছি, এভাবেই আমাদের শিল্পীদের আরও মূল্যায়িত করা হবে। আসলে ভাবতে খারাপ লাগে, কান্না পায়; যে চল্লিশটা বছর আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারতাম, সে চল্লিশ বছরই চলচ্চিত্র থেকে দূরে থাকতে হলো। সবসময়ই বলি, আজও বলবো, এ চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচবো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536503229424.jpg

অঞ্জু ঘোষকে সম্মাননা দেয়া প্রসঙ্গে কথা বলেছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানালেন-

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের মধ্যে তিনটি ভাগ রয়েছে। প্রথম স্তর আজীবন সদস্য, দ্বিতীয় স্তর পূর্ণ সদস্য এবং তৃতীয় হলো সহযোগী সদস্য। এ ক্ষেত্রে কিংবদন্তিতুল্য শিল্পীরাই সাধারণত আজীবন সদস্যপদ পেয়ে থাকেন। এটা হচ্ছে একজন শিল্পীর প্রতি সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা প্রদর্শনের বিষয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536503267780.jpg

এই সম্মাননায় অবাক নায়িকা।

বক্তব্যে বললেন-

আমাকে যে এতদিন পরও মনে রেখেছেন, আমার অবাক লাগছে। আপনারা জোসনাকে এতকাল মনে রাখবেন, এভাবে বরণ করে নেবেন, সত্যি ভাবিনি। আমি বাংলাদেশে ফিরবো, ফিরতেই হবে। যেসব আনন্দের খবর শুনছি আর ইন্ডাস্ট্রির এমন অবস্থা, ফিরবো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536503785399.jpg

আপনার মতামত লিখুন :

কড়া নিরাপত্তার মাঝেও নায়িকার ব্যাগ উধাও

কড়া নিরাপত্তার মাঝেও নায়িকার ব্যাগ উধাও
অর্জন ৭১ সিনেমার মহরত অনুষ্ঠানে চিত্রনায়িকা শাহনূর/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এর এটিএন বাংলা ফ্লোরে মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের গল্প নিয়ে সিনেমা 'অর্জন ৭১' এর মহরত। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাই  মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকেই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর গেটে কড়া নিরাপত্তা। ভিতরে প্রবেশের জন্য অনুষ্ঠানের দাওয়াত পত্র আর সাংবাদিকদের আইডি কার্ড প্রদর্শন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এত কড়াকড়ির মাঝেও 'অর্জন ৭১' সিনেমার মহরত অনুষ্ঠান থেকে ব্যাগ চুরি গেছে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি চিত্রনায়িকা শাহনূরের।

অনুষ্ঠান শুরুর কিছু সময় পর চিত্রনায়িকা শাহনূর মঞ্চে উঠেন আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার জন্য। মঞ্চ থেকে নেমেই নিজের ব্যাগ হারানোর কথা উপস্থিত পুলিশদের জানান শাহনূর।

বার্তাটোয়েন্টিফোর.কমকে শাহনূর বলেন, 'আমি আমার সিটে ব্যাগ রেখে মঞ্চে উঠি। নেমে দেখি আমার ব্যাগ নেই। ব্যাগে আমার টাকা, আইফোনসহ প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র ছিল।'

উপস্থিত পুলিশদের জানানো পরই শাহনূরের ব্যাগ খোঁজার তোড়জোড় শুরু করে পুলিশ। এফডিসি'র গেটে বসানো হয় চেক পোস্ট। এরপর সাংবাদিকসহ সকলের পকেট ও ব্যাগ চেক করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহনূরের হারানো ব্যাগ উদ্ধার করতে পারিনি পুলিশ।

মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের গল্প 'অর্জন ৭১'

মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের গল্প 'অর্জন ৭১'
'অর্জন ৭১' ছবি মহরত অনুষ্ঠান

 

মুক্তিযুদ্ধে পুলিশের অবদান নিয়ে 'অর্জন ৭১' নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রিয়দর্শিনী মৌসুমী, শতাব্দী ওয়াদুদ ও আফফান মিতুল। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন আবদুল কাদের মিয়া। ১৯৭১ সালে ১ জুন তাকে গুলি করে হত্যা করা হয়। তার জীবন গল্পের উপর নির্মিত হবে 'অর্জন ৭১'। এতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। আর তার স্ত্রী ফিরোজার চরিত্রে দেখা যাবে মৌসুমীকে।

মহরত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ঠান্ডু। প্রধান অতিথি ছিলেন  স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।

এছাড়া উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ছবির পরিচালক ও অভিনয়শিল্পীরা।

মহরত অনুষ্ঠানের জানানো হয়েছে, ঈদের পর থেকে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। এফডিসি, রাজারবাগ পুলিশ লাইনসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে শুটিং হবে সিনেমাটির। নির্মাণের পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র