আসামে বন্যার্তদের সহায়তায় অমিতাভের ৫১ লাখ রুপি দান
ক’দিন আগে আসামের বন্যার্তদের সহায়তায় আসামের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি এবং কাজিরঙ্গা জাতীয় উদ্যানের জন্য ১ কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
আরও পড়ুন: আসামে বন্যাদুর্গতদের ১ কোটি রুপি দিলেন অক্ষয়
আসামে বন্যার্তদের সহায়তায় ৫১ লাখ রুপি অনুদান দিয়েছেন ৭৬ বছর বয়সী এই অভিনেতা।
We appreciate Shri Amitabh Bachchan ji for contributing Rs. 51 lakh to Chief Minister's Relief Fund. This is a great gesture & show of care for the people.
Thank you, on behalf of the people of Assam, for your support. @SrBachchanবিজ্ঞাপন— Sarbananda Sonowal (@sarbanandsonwal) July 23, 2019
মঙ্গলবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল লিখেছেন, আসামের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লাখ রুপি অনুদান দিয়েছেন অমিতাভ বচ্চন। আপনার এই সাহায্যের জন্য আসামবাসীর পক্ষ থেকে জানাই ধন্যবাদ।
অমিতাভ বচ্চন এখন ব্যস্ত রয়েছেন ‘গুলাবো সিতাবো’ ছবির শুটিং নিয়ে। বর্তমানে লাখনৌতে চলছে এর শুটিং। এছাড়া অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’র কাজও রয়েছে তার হাতে।