ভেনিসে সোনার সিংহ জিতলো ‘জোকার’
ভেনিস চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে জোয়াক্যু ফিনিক্স অভিনীত 'জোকার'। ডিসি কমিকসের বিখ্যাত চরিত্র জোকার কীভাবে খলনায়ক হয়ে ওঠে সেটাই তুলে ধরা হয়েছে এতে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে উৎসবের সমাপনী আয়োজনে পরিচালক টড ফিলিপসের হাতে গোল্ডেন লায়ন তুলে দেওয়া হয়।
উৎসবে ‘অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই’ ছবির জন্য গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছেন পরিচালক-প্রযোজক রোমান পোলানস্কি। কিন্তু তিনি উৎসবে উপস্থিত না থাকায় তার পরিবর্তে পুরস্কারটি গ্রহণ করেছেন ছবিটির অভিনেত্রী ও তার স্ত্রী এমানুয়েল সেইগনার।
রোমান পোলানস্কির বিরুদ্ধে ১৯৭৮ সালে ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়া বিভিন্ন সময় যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
এবার প্রতিযোগিতা বিভাগে ছিল ২১টি ছবি। এর মধ্যে নারী নির্মাতাদের বানানো মাত্র দুটি ছবি জায়গা পায়। বিচারকদের প্রধান ছিলেন আর্জেন্টাইন পরিচালক লুক্রেজিয়া মারটেল।