‘সহজ পরব’ বেঁচেই আছে, নেই শুধু কালিকা
রবীন্দ্রসংগীতে দীক্ষিত লোপামুদ্রা মিত্র, ‘দোহার’-এর কালিকাপ্রসাদ লোকগানে।
এই দু’জন বড়জোর সঙ্গীত ভাবনায় প্রতিবেশী হতে পারেন, সতীর্থ তো নন!
অথচ এরাই ২০১৪ সাল থেকে আয়োজন করা শুরু করলেন ‘সহজ পরব, দ্য রুট মিউজিক ফেস্টিভ্যাল’।
শিকড়ের গানের এমন বিরাট উৎসবের আয়োজন যে এতো সহজে করা যায়, তা বুঝাই যেতো না এই দু’জনকে না দেখলে।
কিন্তু কিভাবে মিললেন তারা একই সুতোয়!
বিস্ময়ের উত্তর মেলে লোপামুদ্রার কথায়।
বলছেন-
অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল এই রকম এক উৎসব করি। নানা আলোচনার মাধ্যমে একদিন মনে হল কালিকার সঙ্গেই ‘সহজ পরব’ করা যায়। আমি রবীন্দ্রসঙ্গীতের ছাত্রী হলেও লোকগান, লোকবাদ্য, লোক শিল্পের অনুরাগী। আমাদের নাগরিক সঙ্গীত চর্চার পাশে তাঁদেরও একটা ধারা শতাব্দীর পর শতাব্দী বয়ে চলেছে। আগামী প্রজন্মের ছেলেমেয়েদের তার সঙ্গে পরিচিত করতে চাই। চাই নিজেও নিজের শেকড়ের বাঁধনে জড়াতে।
‘সহজ পরব’ চার বছরে পা দিল এবার। উৎসব হবে টানা তিনদিন, কলকাতার রবীন্দ্র সদন ও শিশির মঞ্চে। ৩, ৪ ও ৫ আগস্ট। এখনও অনুষ্ঠানের পূর্ণ সূচি আসেনি।
এবারের আয়োজকও যুগ্মভাবে লোপামুদ্রা প্রোডাকশন ও দোহার।
কিন্তু কালিকা যে এবার নেই! সড়ক দুর্ঘটনায় হারিয়ে গেছেন তিনি অনন্তকালের জন্য, গত ৭মার্চ ২০১৭।
আর তাই লোকগানের এই উৎসবে লোপামুদ্রা প্রোডাকশনের পাশে এবার কালিকাবিহীন দোহার এবং কালিকার স্ত্রী ঋতচেতা।
কিন্তু তাতে কী আর কালিকার শূন্যতা ঘুঁচবে!
তিনি মনেপ্রাণে চাইতেন লোকগানকে বাঁচিয়ে রাখতে।
ঋতচেতা বলছেন-
কালিকা সবসময় বলত লোকগানকে বাঁচিয়ে রাখতে হলে লোকশিল্পীদের মানুষের সামনে নিয়ে আসতে হবে। এই জন্যই সহজ পরব। এই জন্যই দোহার-এর সঙ্গে যুক্ত।
আরও পড়ুন:
মেয়ের সঙ্গে প্রথমবার, কাঁদলেন অমিতাভ