জয়জিৎ এবার নতুন পরিচয়ে

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

অভিনয় করছেন জয়জিৎ অনেকগুলো বছর ধরে।

এখন মন দিয়েছেন নির্মাণে।

বিজ্ঞাপন

বানাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

/uploads/files/2b49eEmU1j6lSk8cq2Rw1gxgnH9HbBEAT8wIaM7a.jpegগল্পের রসদ খাঁটি প্রেম।

বিজ্ঞাপন

গল্প তো বটেই, চিত্রনাট্যও লিখেছেন জয়জিৎ স্বয়ং।


জানালেন-

গল্পটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের। ওরা গাড়ি নিয়ে বেরুনোর পর কিছু ঘটনা ঘটবে। শেষে একটা টুইস্ট আছে। সে সব বলে দিলে তো গল্পটা বলা হয়ে যাবে!

চলচ্চিত্রটি বিভিন্ন ফেস্টিভ্যালে দেখাবেন জয়জিৎ।

আপাতত মাথায় আছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথা।

পরে মুক্তি দেওয়া হতে পারে কোনো ওয়েব প্ল্যাটফর্মে।


কিন্তু হঠাৎ পরিচালনায় কেন? অভিনয়ের প্রস্তাব কি কম আসছে?


এইসব প্রশ্নের উত্তর মেলে জয়জিতের কথাতেই।

/uploads/files/DgUXoSPrw57dJV1GTiByJyGLOzCpcsbK92Tim4TT.jpeg
বললেন-

পরিচালনার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। সবেমাত্র চারটি সিরিয়ালের ট্র্যাক শেষ হয়েছে। আপাতত পরিচালনা। এই মাসের শেষে আবার নতুন কাজ শুরু করবো।

১০-১২ মিনিটের এই চলচ্চিত্রের চরিত্র মাত্র দুটি।

অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য এবং ঋদ্ধিমা ঘোষ।

শুটিং হবে আগামী ১১ অগস্ট।

চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ‘ফ্যান্টাসম্যাগোরিয়া ফিল্মস’-এর ব্যানারে।

এই ব্যানারটি জয়জিৎ এবং তার আরও তিন বন্ধু মানস বসু, উত্তরকুমার দাশ এবং দেবব্রত সামন্তর যৌথ প্রচেষ্টায় তৈরি।


‘ফ্যান্টাসম্যাগোরিয়া ফিল্মস’-এর প্রথম ছবি ‘অরোরা বরিয়ালিস’।


পরিচালনায় মানস বসু।

এতে অন্য অনেকের সঙ্গে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং।

/uploads/files/ZkjO93wj6s0BJlsv49r1K9s4xAOOV7CJxOnVPJE2.jpegউল্লেখ্য-

২০১৬-এর বিগবস জয়ী জয়জিৎ এত বেশি মেগা সিরিয়ালে অভিনয় করেছেন যে, লোকে তাকে মেগাজিৎ নামেও ডাকে। আজকাল তিনি পাক্কা ভিলেন। আছেন জলনূপুর এবং রেশম ঝাঁপি ধারাবাহিকে।

আরও পড়ুনঃ

জ্যাম-এর শহরে ঋতুপর্ণা

রাখিকে মনে আছে?

মম গলবে না অনুরোধে!