‘যখন সাফল্য আসতো, মা কেঁদে ফেলতেন’

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

বলিউড শাহানশা অমিতাভ বচ্চন।

তার বাবা হরিবংশরাই বচ্চন এবং মা তেজি বচ্চন।

বাবা-মাকে নিয়ে খুব একটা সচরাচর প্রকাশ্যে কথা বলেন না অমিতাভ।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/13/1534144704157.JPG

কিন্তু মাঝেমধ্যে নিজেকে আর ধরে রাখতে পারেন না।

বিজ্ঞাপন

তাই ঘটলো বহুদিন পর।

কথা বললেন তিনি।

তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি লিখলেন-

যখন হতাশা আসতো, তখন মা আশা দিতেন। যখন সাফল্য আসতো, মা কেঁদে ফেলতেন। জীবনের শেষ দিন পর্যন্ত আমি কী খেয়েছি, তা জানার চেষ্টা করতেন। যখন বাইরে যেতাম, বলতেন যেন তাড়াতাড়ি ফিরি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/13/1534144745063.JPG

১২ আগস্ট, অমিতাভ বচ্চনের মায়ের জন্মবার্ষিকী।

তাই অনেকটাই আবেগী হয়ে পড়লেন তিনি।

মা ঠিক কেমন ছিলেন, জানালেন অভিনেতা।

সঙ্গে শেয়ার করলেন পারিবারিক অ্যালবাম থেকে কয়েকটি ছবি।

বচ্চন পরিবারের অনেকেই রয়েছেন সেই ছবিগুলোতে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/13/1534144787555.JPG

বলিউড শাহানশার এতোটা পথ হাঁটার পেছনে মায়ের ভূমিকা অনেক।

তার ফিল্ম, থিয়েটার এমনকী মিউজিকের প্রতিও আগ্রহ তৈরি করেছিলেন মা।

প্রথম বলরুম ডান্স, দিল্লির এক রেস্তোরাঁয় করেছিলেন মায়ের উৎসাহেই।

অমিতাভের মা তেজি বচ্চন গাড়ি চালাতে পছন্দ করতেন, ভালোও বাসতেন।

গাড়ি চালিয়ে কাছের মানুষদের কফি খাওয়াতে নিয়ে যাওয়াটা তার প্রিয় ব্যাপার ছিলো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/13/1534144812527.JPG

সেই মা নেই, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে অমিতাভের।

তিনি বলছেন-

এখন আমার সঙ্গে শুধু মায়ের স্মৃতি রয়েছে। মা নেই। কিন্তু সেই স্মৃতিই আমার কাছে অনেক কিছুর থেকে অনেক বেশি...।

আরও পড়ুনঃ

পোস্টারেই হইচই!

প্রথম দিনেই ৯ কোটি!

জন্মদিনে ছোট্ট সহযোগিতা চাইলেন টনি