ঐক্যফ্রন্টের গণশুনানিতে বিচারক যারা

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঐক্যফ্রন্টের গণশুনানি, ছবি: বার্তা২৪

ঐক্যফ্রন্টের গণশুনানি, ছবি: বার্তা২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে গণশুনানি করছে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে বিচারক হিসেবে রয়েছেন সাত জন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সু্প্রিম কোর্টের শফিউর রহমান মিলনায়তনে গণশুনানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এতে বিচারক হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ড. নুরুল আমিন বেপারী, অ্যাড. ড. মহসিন রশীদ, সাবেক বিচারপতি আ ক ম আনিসুর রহমান খান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলারা চৌধুরী।

গণশুনানির শুরুতে চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

শুনানিতে উপস্থিত রয়েছেন, কৃষক-শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির সিনিয়র নেতা, সারা দেশ থেকে আসা জোটটির প্রার্থীরা।