অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস বিএনপির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢামেক এর বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ছবি: সংগৃহীত

ঢামেক এর বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ‘সাধ্যমতো’ সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে এ প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এ সময় অগ্নিদগ্ধদের পাশে গিয়ে তাদের স্বজন ও ডাক্তারদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। একই সঙ্গে অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বিএনপি দল হিসেবে অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তবুও আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো এবং সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা শুধু কথাই বলে যাচ্ছে। সরকারের কোনো জাবাবদিহিতা নেই। সব ক্ষেত্রেই তারা খামখেয়ালি আচরণ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।