শপথ নেওয়ায় বহিষ্কার হবেন জাহিদুর, বলছে বিএনপি
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে হঠাৎ করেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান। এতে বিক্ষুব্ধ দলের নেতাকর্মীরা। দল থেকে তিনি বহিষ্কৃত হতে পারেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
দলের শীর্ষ নেতারা বলছেন, তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন। এ জন্য দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বার্তা২৪.কমকে বলেন, ‘দলের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। শপথ না নেওয়ার সিদ্ধান্তই রয়েছে। এর মধ্যেও শপথ নেওয়ায় জাহিদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বহিষ্কৃত হবেন। দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে বিএনপি নেতা জাহিদুর রহমানকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বিষয়ে দল যেন কোনো সিদ্ধান্ত নিতেই পারে। সেটা তো জেনেশুনেই শপথ গ্রহণ করেছি। দল যদি মনে করে বহিষ্কার করবে, করতেই পরে। বহিষ্কার করলেও কিন্তু আমি দলে আছি। আমি এই দলের একজন নিবেদিত প্রাণ। সেই ছাত্র জীবন থেকে দীর্ঘ ৩৮ বছর এই দলের সঙ্গে সম্পৃক্ত। কাজেই বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি তো বিএনপি থেকে বহিষ্কার হবো না। আমি আছি।’
তিনি আরও বলেন, ‘বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাব। আমার নেত্রী একজন বয়স্ক নারী, ৭৩ বছর বয়স। উনাকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্তি দেওয়া হয়, এ আহ্বানও আমি রাখব। এটাই আমার প্রথম অঙ্গীকার।’
এদিকে জাহিদুর রহমানের শপথ গ্রহণ প্রসঙ্গে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের দলীয় সিদ্ধান্ত যে আমরা পার্লামেন্টে যাবো না। দলের সিদ্ধান্ত যিনি অমান্য করবেন তারা দলের লোক হিসেবে বিবেচিত হবে না। এই সহজ কথাটি আপনারা বুঝে নেন। এতে আমরা ক্লান্ত নই, ভীত নই। ৩০০ আসনই যেখানে নির্বাচিত নয়। এর সবাই যদি এক সঙ্গে হয়ে বলে, আমরা নির্বাচিত, তাহলে জনগণ যে থুতু মারবে, সেই থুতুর ঢলে তারা একসময় ভেসে যাবে। সেদিন বুঝতে পারবে জনগণের সঙ্গে প্রতারণার পরিণতি কি।’
আরও পড়ুন:
শপথ গ্রহণকারীরা জনগণের থুতুর ঢলে ভেসে যাবেন: গয়েশ্বর
জাহিদুরের শপথগ্রহণ: ধরা দিল ২৭ বছরের স্বপ্ন
‘মানুষের চাপে দলীয় সিদ্ধান্তের বাইরেই শপথ নিয়েছি’