গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠক বিএনপির হাইকমান্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়, ছবি: বার্তা২৪.কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়, ছবি: বার্তা২৪.কম

ছাত্রদল নিয়ে চলমান সংকট, বৃহত্তর রাজনৈতিক ঐক্য, সংসদে দলীয় এমপিদের করণীয়-কৌশল ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস প্রমুখ।

বৈঠকে আসেননি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, লে. জে. (অব) মাহবুবুর রহমান, (অসুস্থ) নজরুল ইসলাম খান (ওমরাহ্‌ পালন করতে গিয়েছেন) ও ব্যারিস্টার রফিকুল ইসলাম (মিঞা অসুস্থ)।