Barta24

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

English

আবাস হোক আনন্দময়!

আবাস হোক আনন্দময়!
ছবি: সংগৃহীত
ফাওজিয়া ফারহাত অনীকা
স্টাফ করেসপন্ডেন্ট
লাইফস্টাইল


  • Font increase
  • Font Decrease

দিনের বেশিরভাগ সময় যেখানে কাটাতে হচ্ছে, সেটা অবশ্যই নিজের বাড়ি ও ঘর।

মজার বিষয় হলো, মানসিক প্রশান্তি ও স্বস্তি অনেকটাই নির্ভর করে এই অন্দরঘরের সাজসজ্জা ও গোছগাছের উপর। চাকরি, পড়ালেখা, সাংসারিক কাজ নিয়ে যতই ব্যস্ত থাকা হোক না কেন, প্রত্যেকের উচিৎ নিজের ঘরকে সঠিকভাবে সাজিয়ে রাখা।

মুড ভালো কিংবা খারাপের উপরে ঘরের আসবাবের সাজসজ্জা, রঙের ব্যবহার প্রভাব ফেলে দেয়। যে কারণে নিজের আবাস হওয়া প্রয়োজন অনুপ্রেরণাদায়ক ও ইতিবাচক। যা একইসাথে মনকে প্রফুল্ল ও আনন্দিত রাখবে।

ঘরে থাকুক উজ্জ্বল রঙ

বাসার রঙ সাধারণত সাদা, ঘেয়া কিংবা সবুজাভ হয়ে থাকে। ধরাবাঁধা এই রঙগুলো থেকে বেরিয়ে ঘরের জন্য পছন্দ করুন উজ্জ্বল রঙ। লাল, কমলা, লেমন, গোলাপি,  সি-গ্রিন রঙগুলো ঘরের আবহ বদলে দেবে। চাইলে একটা ঘরে দুই-তিন রঙের শেড ব্যবহার করে রঙের ভিন্নতাও আনা যেতে পারে।

অফিস থেকে বাসায় ফিরে উজ্জ্বল রঙের পরিবেশ মনের ক্লান্তিভাবকে দূর করতে ও মনকে চাঙ্গা করতে সাহায্য করে।

ছোটখাট কিছু পরিবর্তন

ঘরে আসবাবপত্রের একঘেয়েমি লে-আউটে বিরক্তিবোধ কাজ করলে, ছোটখাটো কিছু পরিবর্তন নিয়ে আসা যায় অল্প সময়ের মাঝে, স্বল্প পরিশ্রমে। এমন কিছু পরিবর্তন হলো-

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/18/1539845998537.jpg

১. পর্দার রঙ বদলে ফেলা।

২. টেবিলের হাবিজাবি জিনিস সরিয়ে আকর্ষণীয় শো-পিস রাখা।

৩. ঘরের ছোটখাটো আসবাবপত্র রিঅ্যারেঞ্জ করা।

৪. বাসার শিশুদের হাতে আঁকা ছবি বাঁধিয়ে দেয়ালে ঝুলানো।

৫. রঙিন ওয়ালপেপার দেওয়ালে টাঙানো।

ঘরে প্রয়োজন আলোর আনাগোনা

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/18/1539845875540.jpeg

ঘর যদি অন্ধকারাচ্ছন্ন হয় তবে সেই ঘর ও ঘরে বসবাসরত মানুষদের ওপর বিষাদের ছায়া পড়ে যায়। যে কারণে ঘরের পর্দা সবসময় হালকা কাপড়ের হতে হবে এবং সকালের দিকে পর্দা খুলে রাখতে হবে। প্রাকৃতিক আলো-বাতাস যত বেশি ঘরে প্রবেশ করবে, ঘরে চনমনে ভাব বজায় থাকবে। যদি বাসা ভেতরের দিকে হয় এবং বাইরের আলো ঘরে খুব একটা প্রবেশ না করে, তবে ঘর আলোকিত রাখার জন্য ল্যাম্প ও লাইট জ্বালিয়ে রাখতে হবে।

অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা

খেয়াল করলে দেখা যাবে ঘরের আনাচে-কানাচে অপ্রয়োজনীয় বহু জিনিস পড়ে থাকে। যা ঘরের সৌন্দর্য নষ্ট করার পাশপাশি ঘরে জবড়জং ভাব তৈরি করে। তাই প্রতি মাসে অন্তত একবার ঘর পরিষ্কার করার পরিকল্পনা করতে হবে। এই পরিষ্কারের মাধ্যমে ঘরের ময়লা নয়, অকেজো ও অপ্রয়োজনীয় জিনিসপত্রও ফেলে দিতে হবে। এতে করে দেখা যাবে, ঘরে ময়লা কম হচ্ছে ও ঘর অনেক ফাঁকা দেখাচ্ছে।

সবুজের ছোঁয়া

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/18/1539845901006.jpeg

ঘরে প্রানবন্ত ও চনমনে ভাব আনতে গাছের কোন বিকল্প নেই। বিভিন্ন ধরণের হোম প্ল্যান্ট ঘরের চেহারা একেবারেই পালটে দেয়। বসার ঘরের সেন্ট্রাল টেবিল, ডায়নিং টেবিলের মাঝখানে, সোফাসেটের পাশে, বেডসাইড টেবিলে এবং বারান্দা জুড়ে সবুজের আনাগোনা ফ্রেশ অক্সিজেনের নিশ্চয়তার পাশপাশি মনকেও ভালো রাখবে নিশ্চিত।

আপনার মতামত লিখুন :

ঠোঁটের সৌন্দর্যে দারুচিনি

ঠোঁটের সৌন্দর্যে দারুচিনি
ছবি: সংগৃহীত

ত্বকের পরিচর্যা ও যত্নের পাশপাশি ঠোঁটের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

সঠিক যত্ন যেমন  ঠোঁটকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারে, ঠিক তেমনভাবে অযত্নে ঠোঁটে দেখা দিতে পারে নানাবিধ সমস্যা। তবে আজকের ফিচারটি মূলত ঠোঁটের যত্ন নিয়ে নয়, প্রাকৃতিক উপাদানের ব্যবহারে কীভাবে ঠোঁটকে আকর্ষণীয় দেখানো যাবে সেটাই জানানো হয়েছে।

প্রাকৃতিক উপাদানের মাঝে দারুচিনি ঠোঁটকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সবচেয়ে বেশি কার্যকর। প্রাকৃতিক এই উপাদানে থাকে ক্যাসিয়া অয়েল (Cassia Oil), যা একধরণের প্রশান্তিদায়ক এবং ত্বকের জন্য নিরাপদ উপাদান। তবে এটা ব্যবহারে ঠোঁটের রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পায়। ফলে ঠোঁট উজ্জ্বল, লালচে ও ফোলা দেখায়।

তাই দারুচিনিকে সবচেয়ে নিরাপদ, সহজলভ্য, সস্তা ও প্রাকৃতিক উপাদান হিসেবে ধরা হয় ঠোঁটের সৌন্দর্যবর্ধক উপাদান হিসেবে। জেনে নিন দারুচিনি ব্যবহারে ঠোঁটের সৌন্দর্যবর্ধনে তিনটি ভিন্ন লিপ স্ক্রাব তৈরির প্রক্রিয়া।

দারুচিনি ও চিনির লিপ স্ক্রাব

এই লিপ স্ক্রাবটি তৈরিতে প্রয়োজন হবে এক টেবিল চামচ দারুচিনি পাউডার, এক টেবিল চামচ চিনি, এক টেবিলচামচ অলিভ অয়েল অথবা নারিকেল তেল। এই উপাদানগুলো মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চিনি যেন সম্পূর্ণ গলে না যায়। হাতের আঙ্গুলের সাহায্যে এই স্ক্রাব ঠোঁটে ম্যাসাজ করে পাঁচ মিনিট রেখে দিতে হবে। এরপর পানিতে পরিষ্কার করে নিতে হবে।

দারুচিনি ও আদার লিপ স্ক্রাব

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/22/1566463547394.JPG

এই লিপ স্ক্রাবটি তৈরিতে প্রয়োজন হবে এক-তৃতীয়াংশ চা চামচ দারুচিনি গুঁড়া, এক-তৃতীয়াংশ আদা গুঁড়া, এক ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল, এক চা চামচ আমন্ড অয়েল। সকল উপাদান ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট ঠোঁটে পাঁচ মিনিট ম্যাসাজ করে মিনিটখানেক রেখে দিয়ে এরপর ধুয়ে ফেলতে হবে।

দারুচিনি ও মধুর লিপ স্ক্রাব

এতে প্রয়োজন হবে এক চা চামচ দারুচিনি গুঁড়া, আধা চা চামচ মধু ও আধা চা চামচ অলিভ অয়েল। উপাদান তিনটি একসাথে মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করে দশ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর কুসুম গরম পানিতে ঠোঁট ধুয়ে লিপবাম ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: যেমন হওয়া প্রয়োজন স্পর্শকাতর ত্বকের যত্ন

আরও পড়ুন: ত্বকের তিন যত্নে টমেটোর রস

পাঁচ কারণে পান করুন আঙুরের রস

পাঁচ কারণে পান করুন আঙুরের রস
আঙুরের রস

মৌসুমি ফলগুলো বছরের শুধু নির্দিষ্ট একটি সময়েই পাওয়া যায়।

সেদিক থেকে আঙুর প্রাধান্য পাবে অনেক বেশি। পুরো বছর জুড়ে সহজলভ্য এই ফলটি শুধু খেতেই সুমিষ্ট ও সুস্বাদু নয়, হৃদযন্ত্র, মস্তিষ্ক ও ত্বকের জন্যেও চমৎকার উপকারিতা বহন করে।

গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায়, আঙুর থেকে পাওয়া যাবে বেশ গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্টও। সেদিক থেকে আঙুরের রসকে বলা যেতে পারে আধুনিক সময়ের ডিটক্স ড্রিংক।

প্রায় ৬০০০ বছর আগে থেকেই আঙুর তার ঔষধি গুণাগুণের জন্য পরিচিত। এক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় মিশরিয়দের। তারাই প্রথম আঙুর, আঙুরের রস, আঙুরের মদ ও তার গুণাগুণের সাথে পরিচিত করায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/22/1566455706012.jpg

আঙুরের রসের উপকারিতাগুলো কী?

অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ আঙুরের রস হাইপারটেনশন ও চেহারায় বয়সের ছাপ দেখা দেওয়ার প্রক্রিয়া স্লথ করে দেয়। এমনতর আরও বহু উপকারিতা রয়েছে এই ফলের রসে, যার মাঝে প্রধান কয়েকটি উপকারিতা তুলে ধরা হলো।

দূরে রাখে হৃদরোগ

শুরুতেই উল্লেখ করা হয়েছে, আঙুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট। এছাড়া রয়েছে কোয়েরসেটিন, প্রোসায়ানাইডস, ট্যানিন ও স্যাপনিনসের মতো ফাইটোকেমিক্যালস। এই অ্যান্টি-অক্সিডেন্টগুলো হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে থেরাপিউটিক প্রক্রায়ার মতো কাজ করে বলে জানাচ্ছে বেশ কিছু গবেষণা।

বিশেষ করে লাল আঙুর রক্তের ভালো কোলেস্টেরল (HDL) এর মাত্রা বৃদ্ধিতে এবং খারাপ কোলেস্টেরল (LDL) এর মাত্রা হ্রাস করতে কাজ করে। এতে করে খুব সহজেই হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ পড়ার সম্ভাবনা কমে যায়।

বয়স্কদের স্মৃতিশক্তি হারানোর প্রক্রিয়া স্লথ করে

আঙুরের রসের অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান নিউরনাল সিগন্যালে ইতিবাচক প্রভাব রাখতে কাজ করে। নিয়মিত আঙুরের রস পানে ডিমেনশিয়ার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাকে হ্রাস করে। রেসভারট্রল এর মতো অ্যাকতিভ পলিফেনল মস্তিষ্কের স্মৃতিশক্তির উপর প্রভাব বিস্তার করে এবং নতুন তথ্য শেখা, মুড ভালো করা ও স্মৃতিশক্তিকে প্রখর করায় সাহায্য করে।

রক্তে গ্লুকোজের মাত্রা ও ডায়বেটিস নিয়ন্ত্রণ করে

অক্সিডেটিভ স্ট্রেস হলো ডায়বেটিস দেখা দেওয়ার অন্যতম বড় একটি কারণ। পরিমিত মাত্রায় আঙুরের রস পানে ইনস্যুলিন রেসিস্ট্যান্সের মাত্রা হ্রাস করে। এতে থাকা ফ্ল্যাভনোলস, রেসভেরাট্রল ও ফেনলিক অ্যাসিড হলো প্রধান অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/22/1566455724535.JPG

এতে রয়েছে অ্যান্টি-ক্যানসার উপাদান

লাল আঙুরের রস ডিএনএর ক্ষতির মাত্রা কমাতে কাজ করে, যা থেকে ক্যানসার দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। কোরিয়াতে হওয়া একটি গবেষণা থেকে দেখা গেছে, নিয়মিত লাল আঙুরের রস মানে ডিএনএর অক্সিডেটিভ ড্যামেজের মাত্রা কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

শুধু তাই নয়,  আঙুরের ফাইটোকেমিক্যালস কোলন ক্যানসারের কোষ ধ্বংসে কাজ করে। কেমোথেরাপি চলাকালীন সময়ে ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ আঙুরের রস কেমোর সাইড ইফেক্ট তথা- বমিভাব, মাথাঘোরানো কমাতে সাহায্য করে।

সুস্থ রাখে পাকস্থলী

প্রতিদিনের খাদ্যাভ্যাসে আঙুরের রস যোগ করার ফলে পাকস্থলীর মাইক্রোবিয়াল পরিবেশ পরিবর্তন করে দেয়। আঙুরের রসের পলিফেলনস প্যাথোযেনস, অক্সিডেন্টিভ স্ট্রেস ও প্রদাহ থেকে পাকস্থলিকে রক্ষা করে। এছাড়া এতে থাকা আঁশ খাদ্য পরিপাকে সহায়ক।

আরও পড়ুন: মৌসুমি ফল জামের সাত উপকারিতা

আরও পড়ুন: আট উপকারিতার আতা ফল

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র