ভিন্নমাত্রায় কাসুন্দি ইলিশ
মাছের বাজারে এখন ইলিশের দাপট।
এ সুযোগে ইলিশ মাছের পছন্দসই রেসিপি রাঁধার পাশাপাশি একটু ব্যতিক্রম রেসিপিও রেঁধে নিতে পারেন। আমাদের দেশে সর্ষে ইলিশ বা সরিষা ইলিশ অতি জনপ্রিয় ও প্রচলিত একটি ইলিশের রেসিপি। এবারে সেই সরিষা ইলিশের মতোই ঝাঁজ নিয়ে ভিন্ন ঘরানায় তৈরি করুন কাসুন্দি ইলিশ। কাসুন্দির ঝাঁজ ও হালকা টকভাব সহজেই ইলিশে যোগ করবে ভিন্নমাত্রা।
কাসুন্দি ইলিশ তৈরিতে যা লাগবে
১. মাথা ও লেজসহ ইলিশ মাছের ছয়টি বড় টুকরা।
২. চার টেবিল চামচ কাসুন্দি।
বিজ্ঞাপন৩. ১০০ গ্রাম পরিমাণ টকদই।
৪. দুই টেবিল চামচ পেস্তা বাটা।
৫. ৫-৬টি কাঁচামরিচ ফালি।
৬. আধা চা চামচ রসুন বাটা।
৭. এক চা চামচ হলুদ গুঁড়া।
৮. চার টেবিল চামচ সরিষা তেল।
৯. স্বাদমতো লবণ।
কাসুন্দি ইলিশ যেভাবে তৈরি করতে হবে
১. মাছের টুকরোগুলো ভালোভাবে কেটে ও ধুয়ে এতে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে মেরিনেট করে রেখে দিতে হবে।
২. মাছের অন্যান্য টুকরাগুলো ভাজার প্রয়োজন নেই। তবে মাথা ও লেজের অংশ কিছুটা ভেজে নিতে হবে।
৩. ভিন্ন একটি পাত্রে কাসুন্দি, পেস্তা বাটা, টকদই, লবণ ও হলুদ গুঁড়া একসাথে ভালোভাবে মেশাতে হবে।
৪. চুলাতে কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে এতে কাসুন্দির-দইয়ের মিশ্রণ ও রসুন বাটা দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর এতে কাঁচামরিচ ফালি ও স্বাদমতো লবণ দিতে হবে।
৫. মিনিট পাঁচেক নাড়ার পর মাছের টুকরোগুলো দিয়ে অল্প আঁচে পনের মিনিটের জন্য কড়াইয়ের মুখ ঢেকে রাখতে হবে।
৬. পনের মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে মাছগুলো সাবধানের সাথে উল্টে দিয়ে আবারো পনের মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।
৭. এর মাঝে মাছ সিদ্ধ হয়ে আসবে এবং ঝোল টেনে আসবে। প্রয়োজনে আধা কাপ পানি দেওয়া যাবে।
মাছ মাখামাখা হয়ে আসলে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে।
আরও পড়ুন: মাছের রেজালায় স্বাদের বদল
আরও পড়ুন: ভেটকি মাছের বেগম বাহার