মাদরাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এ বছর পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ।

এ বছর পাসের হার বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফলের কিছু তথ্য তুলে ধরেন তিনি।

মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ বছর আলিম পরীক্ষায় ৮৬ হাজার ১শ’ ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৭৬ হাজার ২শ’ ৮১ জন উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।

সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী। সব বোর্ড মিলিয়ে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ।