ভর্তিযুদ্ধ
বিইউপি'তে ভর্তি বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগামী ২৫ ও ২৬ অক্টোবর দুই শিফটে বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১৮ বা ২০১৯ শিক্ষাবর্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিইউপিতে ভর্তির আবেদন করতে পারবেন। ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের অধীন বিষয়গুলোতে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ কমপক্ষে ৪.০০ থাকতে হবে। ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আবেদনের জন্য মোট জিপিএ ৯.২৫ এবং পৃথকভাবে জিপিএ ৪.৫০ থাকতে হবে।
ইতিমধ্যে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক অনুষদের আবেদন ফি ৭৫০ টাকা। শিক্ষার্থীরা অনলাইনে admission.bup.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ভর্তি আবেদন করতে পারবেন।