নড়াইলে নষ্ট হচ্ছে বোরো বীজতলা, কৃষকদের দুশ্চিন্তা
বৈরী আবহাওয়া ও অজানা রোগে নড়াইলের তিন উপজেলায় বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে চারা সংকটে পড়েছেন কৃষকরা। বাজারে ধানের চারা পাওয়া গেলেও তা কিনতে হবে কয়েক গুণ বেশি দামে।
এতে করে কৃষকদের ধানের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বোরো রোপণের এ ভরা মৌসুমে অনেকটা দিশেহারা কৃষক। বীজতলা নষ্ট, বাজারে চারার কয়েক গুণ বেশি দাম ছাড়াও কোন কোন ক্ষেতে চারা রোপণ করলেও সেগুলো মারা যাচ্ছে অজানা কারণে।
ফলে অনেক জমি অনাবাদি পড়ে থাকবে বলে মনে করেন তারা। তবে সরকার ভর্তুকি দিয়ে বিষয়টি বিবেচনায় আনবে বলে কৃষকের দাবি।
জেলায় এবছর ৬০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ইতোমধ্যেই ৪ হাজার একশ ৮০ হেক্টর জমিতে বোরো বীজতলা করা হয়েছে।
চাষিদের সঠিক পরামর্শ দেওয়ার কারণে আদর্শ বীজ তলায় ও বোরো চাষে বৈরী আবহাওয়ার কারণে বোরো লক্ষ্যমাত্রায় তেমন কোন প্রভাব ফেলবে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায়।