'রেল ব্যবস্থায় বহুমুখী প্রকল্প গৃহীত'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের মুখোমুখি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন, ছবি: বার্তা২৪

সাংবাদিকদের মুখোমুখি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন, ছবি: বার্তা২৪

রেল ব্যবস্থাকে সারা বাংলাদেশের বাহন হিসেবে নিরাপদ সাশ্রয়ী এবং স্বল্প খরচে জনগণের কাছে পৌঁছে দিতে বহুমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর ১০টি প্রকল্পের অগ্রাধিকারের মধ্যে ২টি প্রকল্প হলো রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি হলো চিটাগাং হয়ে কক্সবাজার রেল সংযোগ। আরেকটি হলো পদ্মা সেতুর ওপর রেল যোগাযোগ স্থাপন করে যশোরসহ সমস্ত দক্ষিণাঞ্চলকে রেলের আয়ত্তে আনা।'

মন্ত্রী আরও বলেন, 'আমাদের রেল ব্যবস্থাকে এক দিকে যেমন সারা দেশের জনগণের কাছে নিয়ে যাবার জন্য কাজ করছি। ঠিক তেমনি অন্যদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও আমাদের যে কানেক্টিভিটি এই রেল যোগাযোগের মাধ্যমেই আমরা বৃদ্ধি করবো।'

বিজ্ঞাপন

আগামী এক বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ে অনলাইনে রেলের টিকিটের ব্যবস্থা করা হবে বলে এই আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, 'রেলের টিকিটের ব্যবস্থা ডিজিটাল করার কাজ শুরু হবে। যাতে করে অনলাইনে সকলে টিকিট করতে পারে।'

এ সময় জেলা আওয়ামী  লীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।