খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের মানববন্ধন, ছবি: বার্তা২৪

শিক্ষার্থীদের মানববন্ধন, ছবি: বার্তা২৪

নড়াইলের কালিয়া উপজেলা মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে। ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণের আয়োজনে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাজন বাজার প্রদক্ষিণ করে মহাজন-ইসলামপুর সড়ক অবরোধ করে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/12/1552366836707.jpg

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত সাহা, জেলা পরিষদের সদস্য হাদিউজ্জামান, মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন কুমার ঘোষ, আরব আলী, জাহিদ হোসেন ফকির, শিক্ষার্থী অর্ঘ ঘোষ, জান্নাতুল ফেরদৌস ইতি প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তরা বলেন, ‘মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করলেও তাদের শরীর চর্চা বা খেলাধুলার জন্য তেমন কোন মাঠ নেই। যার কারণে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে খেলার মাঠ তৈরি করার দাবি জানান বক্তরা।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।