নুসরাত হত্যা মামলা
সোনাগাজী আ'লীগ সভাপতি কারাগারে
ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ৫ দিনের রিমান্ড শেষে ফেনী কোর্টস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অফিসে আনা হয়। সেখান থেকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা গেছে, এর আগে গত ২০ এপ্রিল সন্ধ্যায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারাফ উদ্দিনের আদালতে রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাকে আজ জেলে প্রেরণ করা হয়।
এর আগে গত শুক্রবার বিকেলে রুহুল আমিনকে সোনাগাজী তাকিয়া রোড়স্থ নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পিবিআই।
উল্লেখ্য, গত ২৬ মার্চ নুসরাতের মা শিরীনা আক্তার মামলা করার পরদিন সিরাজকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলা প্রত্যাহার না করায় ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে মাদরাসা একটি ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন দেয় বোরকা পরা কয়েকজন। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।