ঝিনাইদহে ৬ হাজার কেজি এসিআই লবণ জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি এসিআই কোম্পানির প্যাকেটজাত লবণ জব্দ। ছবি: বার্তা২৪.কম

বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি এসিআই কোম্পানির প্যাকেটজাত লবণ জব্দ। ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি এসিআই কোম্পানির প্যাকেটজাত লবণ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জব্দকৃত লবণ ধ্বংস করার পাশাপাশি শাহনাজ এন্টারপ্রাইজের মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের ব্যাপারী পাড়া এলাকায় একটি বাড়িতে বিক্রয় নিষিদ্ধ এসিআই কোম্পানির বিপুল পরিমাণ লবণ মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ হাজার প্যাকেট লবণ জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।