বাঞ্ছারামপুরে একনলা বন্দুকসহ অস্ত্র ব্যবসায়ী আটক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি ওয়ান শুটার গান (একনলা বন্দুক) ও গুলিসহ জুয়েল মিয়া (৩৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে র্যাব থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার ভোররাতে উপজেলার দড়িয়াকান্দি এলাকার সুবেদ আলী বেপারী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত জুয়েল মিয়া একই এলাকার ফরিদ মিয়ার ছেলে।
বিবৃতিতে বলা হয়েছে, ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জুয়েল অস্ত্র ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ছদ্মবেশে জুয়েলের সঙ্গে যোগাযোগ করে র্যাব সদস্যরা। পরে তার সাথে কথামত রাতেই র্যাব সদস্যরা বাঞ্ছারামপুর থানাধীন দড়িয়াকান্দি (ইমামনগর) সুবেদ আলী বেপারী বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ জুয়েল মিয়াকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত জুয়েলের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।