কুড়িগ্রামে ডোবা থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ডোবায় ভাসছে সুলতান আলীর মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ডোবায় ভাসছে সুলতান আলীর মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিখোঁজের দু’দিন পর কুড়িগ্রাম পৌরসভার কামারপাড়া এলাকায় একটি ডোবা থেকে সুলতান আলী (৫০) নামে এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বন্যা হলেও মাছ ধরা পড়ছে না জেলেদের জালে

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুলতান আলী। অনেক খোঁজাখুজি করেও পরিবারের লোকজন তার কোনো সন্ধান পায়নি। এ অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে পাশ্ববর্তী ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের লোক সুলতানের বলে সনাক্ত করে।

আরও পড়ুন: ধরলার নয়নাভিরাম দৃশ্য দেখতে শত শত মানুষ

এব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায় জানান, সুলতান নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন