বালিয়াকান্দিতে শিশু ও নারী বিষয়ক কর্মশালা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

শিশু ও নারী বিষয়ক কর্মশালা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শিশু ও নারী বিষয়ক কর্মশালা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পযার্য়) শীর্ষক প্রকল্পের অধীনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিসের আয়োজনে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. বাকাহিদ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোবাশ্বের হাসান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।