যুবলীগ নেতার চাঁদা দাবির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও জমি দখলের পাঁয়তারার অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় রায়পুর উপজেলা যুবলীগের সাবেক নেতা মোকাদ্দেস হোসেন জুয়েলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনেন ভুক্তভোগী ব্যবসায়ী এনায়েত উল্যা বাবলু। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী এনায়েত উল্যা বাবলু বলেন, 'রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর দেনায়েতপুর এলাকায় প্রায় তিন যুগ আগে আমার বাবা আলি আহমেদ ছয় শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু গত কয়েক বছর ধরে প্রতিবেশী মৃত আবু তাহেরের ছেলে আরিফ হোসেন ওই জমি দখলের পাঁয়তারা করছেন। সম্প্রতি উপজেলা যুবলীগ নেতা মোকাদ্দেস হোসেন জুয়েল ও তার লোকজন দিয়ে আমাদের ওই জমিতে থাকা দেওয়াল ভেঙে দিয়েছেন। এ সময় তারা অর্ধশতাধিক ফলজ ও বনজ মূল্যবান গাছ কেটে নিয়ে যায়।'

তিনি বলেন, 'এই ঘটনার জের ধরে জুয়েল ও তার লোকজন বিভিন্ন মাধ্যমে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তারা ওই জমিতে দেওয়াল নির্মাণ করতে দেবে না। এছাড়া আমি ও আমার পরিবারের সদস্যদের মারধর করে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দেন তারা।'

বিজ্ঞাপন

ব্যবসায়ী বাবলু আরও বলেন, 'টাকা না দেওয়ায় হঠাৎ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বহিরাগত জুয়েল তার লাঠিয়াল বাহিনী নিয়ে এসে আবারও দেওয়ালটি ভেঙে দিয়ে জমি দখলের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে পুলিশ আসলে তারা আমাদের হুমকি দিয়ে পালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।'