লক্ষ্মীপুরে মুখোশধারীদের গুলিতে ইউপি সদস্য নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত ইউপি সদস্য, ছবি: সংগৃহীত

নিহত ইউপি সদস্য, ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম মিরন ওরফে ছান্দি মিরন (৩৭) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এদিকে, খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

জানা গেছে, মিলন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত মনছুর আহম্মদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ঘটনার সময় মিরন একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশধারী ৪ জন সন্ত্রাসী এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে মিরন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পৌঁছে মিরনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।