রাজবাড়ীতে ফেনসিডিল, গাঁজাসহ আটক ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী থেকে ফেনসিডিল, গাঁজা ও চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ভিটামিন ডি-৩ ইনজেকশনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে রাজবাড়ীর বাগমারার সাগর এগ্রো ফুড ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর থানার আন্দুলবাড়িয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে অহিদুজ্জামান রুবেল (২৫) ও একই গ্রামের মৃত কালা চাঁদ মণ্ডলের মেয়ে খোদেজা বেগম (৫০), কুষ্টিয়ার দৌলতপুর থানার ভাদালিপাড়া গ্রামের ওয়াজ মিস্ত্রির ছেলে দাউদ মিস্ত্রি (৩৫) ও রাজবাড়ী সদরের কোলারহাট গ্রামের সিরাজ মিয়ার ছেলে রায়হান হোসেন রাব্বী (১৯)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়ারুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ রুবেল ও খোদেজা বেগম, ৫০০ গ্রাম গাঁজাসহ দাউদ মিস্ত্রি ও চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২ হাজার ৯০০ ফাইল ভিটামিন ডি-৩ ইনজেকশনসহ রায়হান হোসেন রাব্বীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক ও স্পেশাল পাওয়ার অ্যাক্টে ভিন্ন ভিন্ন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।