তীব্র স্রোত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে লঞ্চ বন্ধের ঘোষণা করা হয়।
লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী বার্তাটোয়েন্টিফার.কমকে বলেন, ‘রাজবাড়ী জেলা প্রশাসক কিছুক্ষণ আগে ঘাট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে নদীতে তীব্র স্রোত দেখার পর তিনি নদী স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দেন।’
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘নদীতে এত স্রোত যে, লঞ্চ চলতে পারছে না। স্রোতের কারণে ঘাটে ভিড়ানোর সময় দুটি লঞ্চে আগুন ধরে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। তাই যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আমি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের সঙ্গে কথা বলে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেই। নদী স্বাভাবিক হলে আবার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু হবে।’