গাংনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুরের পোড়াপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাণী খাতুন (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মোটরসাইকেলযোগে গাংনী থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাণী খাতুন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের নাছিমুজ্জামানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণী খাতুন তার শ্বশুর আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলে চড়ে গাংনী থেকে বাড়ি যাচ্ছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন তিনি। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরেফিন সিদ্দিকী বলেন, 'হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। গুরুতর আঘাতে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'
শ্বশুর আব্দুর রাজ্জাক বলেন, 'দ্রুতগতি ট্রাক ধাক্কা দিলে আমি মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখতে পারিনি। পেছন থেকে রাণী ছিটকে পিচঢালা রাস্তার উপর পড়ে।'
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, 'ট্রাকটি আটকের চেষ্টা চলছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে।'