বালিয়াকান্দিতে অবৈধ কারেন্ট জাল জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় কাউকে আটক করতে যায়নি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বারুগ্রাম আশ্রয়ন প্রকল্প ও হড়াই বিলে এই অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. সজিব।

বিজ্ঞাপন

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা সহকারী কমিশনারের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সেগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয় যার বাজার মূল্যে প্রায় ৩ লাখ টাকা। এ অভিযান ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বলেও তিনি জানান।