রাজবাড়ীতে ১৭ জেলের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ি
  • |
  • Font increase
  • Font Decrease

ইলিশ রক্ষা অভিযান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ইলিশ রক্ষা অভিযান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজবাড়ীতে সরকারী নিষেদ্ধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৭ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) বেলা ১০ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা সদর, পাংশা ,কালুখালী ও গোয়ালন্দের পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ২২৫ কেজি মা ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। পড়ে জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটককৃত জেলেদের মধ্যে গোয়ালন্দের ৮ জন, সদর উপজেলার ৩ জন,কালুখালীর ৬ জন রয়েছেন।

বিজ্ঞাপন

জেলা মৎস্য অফিসার মোহাঃ মজিনুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, চলমান ইলিশ রক্ষা অভিযানের ৯ম দিনে ইলিশ ধরার অপরাধে ১৭ জন জেলেকে আটকের পর মৎস্য সংরক্ষণ আইনে ১৫দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।