রামগঞ্জে ইউপি সদস্য হত্যাচেষ্টা মামলায় যুবক গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আটক যুবক, ছবি: সংগৃহীত

আটক যুবক, ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শেখ ফরিদকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামির নাম আনোয়ার হোসেন (২৮)।

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আনোয়ার নোয়াগাঁও এলাকার মো. ইব্রাহিমের ছেলে ও মামলার দুই নম্বর আসামি।

থানা পুলিশ জানায়, গত ১০ আগস্ট সন্ধ্যায় নোয়াগাঁও বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে ইউপি সদস্য শেখ ফরিদের সঙ্গে স্থানীয় যুবলীগকর্মী মোজাম্মল হক পলাশের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই পলাশসহ আসামিরা ছুরি দিয়ে ফরিদকে কুপিয়ে জখম করে। এতে তার মাথা ও পেটে গুরুতর জখম হয়। পরদিন ফরিদের ভাই আবদুল কাদের বাদী হয়ে পলাশকে প্রধান করে তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পলাশ ও মামলার অন্য আসামি রাসেল হোসেন পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন চৌধুরী বলেন, ইউপি সদস্য ফরিদকে হত্যা চেষ্টা মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।