আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নৈশপ্রহরীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

এখান থেকেই উদ্ধার করা হয় জগদীশের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এখান থেকেই উদ্ধার করা হয় জগদীশের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জগদীশ পাল (৩৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশনের আউটারে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মনগর এলাকার যতিন্দ্র পালের ছেলে। তিনি তমা গ্রুপের নৈশপ্রহরী হিসেবে গঙ্গাসাগর এলাকায় চাকরি করতেন।

বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রাতে জগদীশ গঙ্গাসাগর এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় কোনো একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সকালে স্থানীয়রা রেললাইনের পাশে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।