ফরিদপুরের ভাঙ্গা থেকে বন্দুক উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দিঘিরপাড় এলাকার একটি গোয়ালঘর থেকে একটি বন্দুক উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে বন্দুকটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দিঘিরপাড় এলাকায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও পরিদর্শক (তদন্ত) আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মো. টিটু মিয়া নামের এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘর থেকে বন্দুকটি উদ্ধার করেছে শিবচর পুলিশ।
জানা গেছে, গত ২৮ জুন রাতে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল চৌধুরী বাড়ির কাইয়ুম চৌধুরীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় কাইয়ুম চৌধুরীর ঘরের গেট ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে বাড়ির মালিক কাইয়ুম চৌধুরীকে কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও লাইসেন্সকৃত বন্দুক লুট করে নিয়ে যায়। তখন থেকেই শিবচর থানা পুলিশ বন্দুকটি উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বন্দুকটি নিয়ে একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে রোববার ভোররাতে আমরা ভাঙ্গা উপজেলার দিঘিরপাড় এলাকায় অভিযান চালাই। এ সময় বন্দুকটি উদ্ধার করা হয়।