সরকারি দুই প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জালিয়াতি ও অনিয়ম করে টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের সাবেক ও বর্তমান দুই সহকারী প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

বিজ্ঞাপন

তিন আসামি হলেন- নোয়াখালী জেলা পরিষদের বর্তমান উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী আফসার হোসেন খন্দকার (বর্তমানে এলজিইডি, ময়মনসিংহ সদরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত) ও জেলা পরিষদের ঠিকাদার রিয়াজ উদ্দিন।

সুবেল আহমেদ জানান, ২০১৬-১৭ অর্থবছরে দুই প্রকৌশলী ও এক ঠিকাদার পরস্পর যোগসাজশে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া কলেজ ও শিবরামপুর-নারায়ণপুর সড়ক উন্নয়নকাজের ভুয়া পরিমাপ করে বহি তৈরি করেন। তারা দরপত্রের শিডিউল ও ডিজাইন মোতাবেক কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সতত্যা মেলায় মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের তিন জনের বিরুদ্ধে দুদক সরকারি অর্থ আত্মসাতের মামলা করেছে।

বিজ্ঞাপন