মেহেরপুরে শাটার ভেঙে ৪ দোকানে চুরি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জোড়পুকুরিয়া বাজার। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জোড়পুকুরিয়া বাজার। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলায় ৪টি দোকান থেকে ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতের কোনো এক সময় উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ চুরির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া বাজারের মুদি দোকান ফারুক স্টোর ও জাইমা স্টোর, সার ডিলার আব্দুল সালাম ট্রেডার্স এবং আলামিন ফিড মিলে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, দামি মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। চারটি দোকান থেকে নগদ টাকাসহ আনুমানিক ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এদিকে বাজারে রাতে দুই জন নৈশপ্রহরী পাহারা দেন। তারা ঘটনার সময় কোথায় ছিলেন তা কেউ বুঝতে পারছেন না। ভোরে ডিউটি শেষ করে তারা বাড়ি ফিরে যান। ভোরের দিকে চায়ের কয়েকজন দোকানি বাজারে চুরির বিষয়টি টের পান।

মুদি দোকানি হাসমত আলী বলেন, ‘প্রতি রাতেই দোকানে টাকা রাখা হয়। রাতে দোকান বন্ধ করে গ্রামের বাড়ি যাই। টাকা বহন করা ঝুঁকি জেনেই তা দোকানে রাখি। ৮০-৮৫ হাজার নগদ টাকা, ১৫-২০ হাজার টাকা মূল্যের সিগারেট ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন