রেলওয়ের গাছ কারা কেটেছে জানেন না স্টেশন মাস্টার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

রেলওয়ের সরকারি গাছ কেটেছে দুবৃত্তরা

রেলওয়ের সরকারি গাছ কেটেছে দুবৃত্তরা

নোয়াখালীর মাইজদী কোর্ট স্টেশনের দক্ষিণ পার্শ্বে রেলওয়ের সরকারি গাছ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে অভিযোগ পেয়ে কুমিল্লা লাকসাম রেলওয়ে নিরাপত্তা চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার রাতে রেলওয়ের সরকারি ২০ থেকে ২২টি মেহগনি ও কড়ই গাছ কাটা হয়, যার আনুমানিক মূল্য ২-৩ লক্ষ টাকা।

স্থানীয়রা জানান, রেলস্টেশন কর্মকর্তাদের যোগসাজশ না থাকলে এভাবে সরকারি গাছ কেউ টেন্ডার ছাড়া কাটতে পারেনা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কুমিল্লা লাকসাম রেলওয়ের নিরাপত্তা চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে এবং মাইজদী কোর্ট স্টেশন মাষ্টারের জিম্মায় গাছগুলো রাখা হয়েছে।

মাইজদী কোর্ট স্টেশন মাষ্টার শফিকুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, গত দুই দিনে গাছগুলো কাটা হয়েছে, তবে কারা কেটেছে জানতে চাইলে তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।