বাহুবলে ঘরে ঢুকে দুইজনকে কুপিয়ে মালামাল লুট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

হবিগঞ্জের বাহুবলে একদল ডাকাত ঘরে ঢুকে পরিবারের দুই সদস্যকে কুপিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে গ্রামবাসী।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- স্থানীয় মতিন মিয়ার ছেলে জুনাব আলী (২৫) ও তার চাচা কামাল মিয়া (৩৫)। তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ভোরে একদল ডাকাত মতিন মিয়ার ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুটে নেয়। এ সময় জুনাব আলী চিৎকার করলে পাশের ঘর থেকে তার চাচা কামাল মিয়া এগিয়ে আসেন। একপর্যায়ে ডাকাতদল তাদের দুইজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় তাদের আর্তচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও অস্ত্রসহ এক ডাকাত হাতে ধরা পড়ে।

বিজ্ঞাপন

বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ জানান, গ্রামবাসী ধাওয়া করে এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই ডাকাতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ডাকাতরা কি পরিমাণ মালামাল লুটে করেছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।