মুজিববর্ষের ডিজিটাল ক্ষণগণনা যন্ত্র স্থাপনের স্থান নির্ধারণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের ক্ষণগণনা যন্ত্র স্থাপন করার স্থান নির্ধারণ করেছেন রাজবাড়ী জেলা প্রশাসন।

বুধবার (১৩ নভেম্বর) ডিজিটাল ডিসপ্লে বোর্ডের ক্ষণগণনা যন্ত্র স্থাপন করার স্থান নির্ধারণ করার বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটির ২য় সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের ক্ষণগণনা যন্ত্র স্থাপনের কাজ শুরু করেছি।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরো বলেন, জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শুভ উদ্বোধন অনুষ্ঠানকে লক্ষ্য রেখে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকায় এবং তার বাইরে সকল জেলায় দেশব্যাপী ক্ষণগণনা আগামী ৮ ডিসেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু হবে। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে একযোগে সারাদেশে এই ক্ষণগণনার শুভ উদ্বোধন করবেন।